সময়ের নিউজ ডেস্কঃ “সম্পত্তির জাল দলিল তৈরির মাধ্যমে অবৈধভাবে দখল এবং বসতভিটা থেকে উচ্ছেদ এর পায়ঁতারা করছে কথিত ভূমিদস্যু আবুল খায়ের নামে এক ব্যাক্তি” এমন অভিযোগ করে ২৯ জুন বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্তরে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে এর প্রতিকার চেয়ে সরকারের দৃষ্টি কামনা করে লিখিত বক্তব্য পাঠ করেন , ভূক্তোভোগী পরিবার এর পক্ষ থেকে প্রয়াত গোপাল কৃষ্ণ ধর এর পুত্র শিমুল ধর। এ সময় তিনি কিভাবে হয়রানি ও প্রতারনার শিকার হয়েছেন তার বর্ণনা দিয়ে উপস্থিত গনমাধ্যমকর্মী দের বলেন, দীর্ঘদিন ধরে আবুল খায়ের আমাদের পৈত্রিক বসতবাড়ি থেকে উচ্ছেদ এর পায়ঁতারা করে আসছে। এতে সুবিধা করতে না পেরে আবুল খায়ের গং বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে।মানববন্ধন ও প্রতিবাদ সভায় আবুল খায়ের গংদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান ভুক্তভোগী পরিবার।
Discussion about this post