ইতালি প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রীষ্মকালীন মিলন মেলা। কর্ণেলিয়া বাত্তিস্তিনি ঐক্য পরিষদের উদ্যোগে কর্ণেলিয়ার স্থানীয় পার্কে আয়োজন করা হয় এই উৎসবের। কর্ণেলিয়া বাত্তিস্তিনি এলাকার সামাজিক ব্যক্তিত্ব হেফজূর রহমান, দাউদ মুন্সী, আলমগীর, সাঈদ হোসেন, সোহেল চৌধুরী, জাহাঙ্গীর আলম মিঠু, লোকমান ভুঁইয়া, শওকত আলী, শাহ্ শওকত, সৈয়দ পাপন, মাসুদ রানা, বেল্লাল উদ্দিন খান, কাজী মুজাহিদ খাদেম এর সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় এবং আয়োজনের বিশেষ ভাবে সহযোগিতায় ছিল অত্র এলাকার সকল মহিলা ও যুব সমাজ।
এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারি, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আলম, বাংলাদেশ বাংকার সমিতি রোমের সভাপতি ওসমান সর্দার সোহেল, সাধারণ সম্পাদক শাহজাহান মাতবর, কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম বাবু, শাফিজুল হক সহ বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকরা বলেন” কর্ণেলিয়া বাত্তিস্তিনি ঐক্য পরিষদের এই আয়োজন টি ছিল সার্বজনীন। সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে যে কোন পদক্ষেপ গ্রহণ করলে সেখানে সুস্থ ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। যেখানে আগামী প্রজন্মরা বেড়ে উঠবে বাংলাদেশি ও দেশীয় সংস্কৃতি কে ভালোবেসে।”
Discussion about this post