পিরোজপুর প্রতিনিধি : কেন্দ্রিয় ছাত্রদলের কর্মসূচি অনুযায়ী ছাত্রদলের নেতাকর্মীরা সরকারী পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ কর্মসূচি পালনকালে হামলার প্রতিবাদে এক প্রেসবিজ্ঞপ্তি দিয়েছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আবু নাহিয়ান সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারী সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদলের নেতাকর্মীরা প্রবেশ করলে ছাত্রলীগ হামলা চালায়। এসময় কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রিয়াজ মাতুব্বর, সাবেক যুগ্ম আহবায়ক রানা মল্লিক, কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফি সিকদার মুন্না, জিসান মল্লিক, কাইয়ুম, হাসিব সহ আরো অনেকে আহত হয়। হামলায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানায় জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল। প্রেসবিজ্ঞপ্তিতে আহতের প্রতি সমবেদনা জানানো হয় এবং হামলাকারীদের শাস্তির দাবী জানানো হয়।
Discussion about this post