মাসুদ পারভেজ: রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বাল্যবিবাহ,যৌতুক প্রতিরোধ,নারী নির্যাতন ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয় আইন বিষয়ে অবহিতকরণ প্রশিক্ষণ ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ এই প্রশিক্ষণ চলে। প্রথম দিন এই প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ্ধসঢ়;,উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ ও উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় উপজেলা মাধ্যমিক মাদ্রাসা শিক্ষা ও উপজেলা নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে এই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা হয়। এই অবহিতকরণ প্রশিক্ষণে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য,কাজি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ বাল্যবিবাহের সুফল ও কুফল বিষয়ে ধারনা, যৌতুক প্রতিরোধে সচেতনতা ও নারী নির্যাতন আইন এবং সড়ক দুর্ঘটনা নিরসনে মটরযান অধ্যাদেশ ২০১৮ সম্পর্কে অবহিতকরণ প্রশিক্ষণে বিস্তর আলোচনা করা হয়। অবহিতকরণ প্রশিক্ষণ দেন বাস্তবায়নকারী সংস্থা এবং প্রশিক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ধসঢ়;ফর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম ও ট্রাফিক সার্জেন্ট এসআই আব্দুল হাই
Discussion about this post