এ আর রুহুল আমিন হাজারী, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা দেবীদ্বার উপজেলার বারুর গ্রামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । মঙ্গলবার সকালে মৃতের নিজ গৃহে ঘরের তীরের সাথে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহত রুমী আক্তার (১৮) বারুর গ্রামের আবদুল আজিজ’র ছেলে ইমরানের স্ত্রী। স্থানীয় সৃত্রে জানা যায় -নিহত রুমীর লাশ সকালে ঝুলন্ত অবস্থায় দেখি স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটি গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের অভিযোগ যৌতুকের জন্য নিহত রুমীর উপর তার স্বামী ইমরান ও তার পরিবার সব সময় নির্যাতন চালাত অবশেষে রুমীকে মেরে ফেলা হয়েছে। থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।
Discussion about this post