সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২২ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ (বৃহস্পতিবার) সকালে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, দোয়ানুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচিতে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,কপাই সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, শিক্ষক নেতা আমানুল্লাহ আমান সহ বিভিন্ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক- শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
Discussion about this post