দেবীদ্বারে আ’লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

এ আর রুহুল আমিন হাজারী, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা দেবীদ্বারে মামলা তুলে না নেয়ায় আ’লীগ নেতা ইউপি সাবেক মেম্বার মুকবল হোসেনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানব বন্ধন করেছে বরকামতা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আ’লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী। শুক্রবার সকাল ১১ টায় ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠেরপুলের সামনে ওই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।বর্বরোচিত ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে ২২ ফেব্রুয়ারী গত মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাক্ষণখাড়া গ্রামে। স্থানীয় ও পুলিশি সৃত্রে জানা যায়- ৭ম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ২৩ জানুয়ারী মুকবল হোসেন মেম্বারের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৮ জন নামে এবং অজ্ঞাত ১০জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন। ওই মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন – দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ’র বাবা বরকামতা ইউনিয়নে চেয়ারম্যান মোঃ নরুল ইসলাম, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির, ছাত্রলীগনেতা জেলা উত্তর যুবলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মামুনুর রশীদ,মোঃ সফিকুল ইসলাম মেম্বারসহ এলাকাবাসী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn