হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: : ফটিকছড়িতে ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে ধানবাহী চাঁদের গাড়ির ধাক্কায় দুই স্কুল ছাত্রী নিহত। চট্টগ্রাম – খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ। টিএ সার্জেন্টের মোটরসাইকেল ও চাঁদের গাড়িতে আগুন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির সিএন্ডবি মাঠ সংলগ্ন এলাকায়। নিহতরা হলো মিশু আকতার (১৬) পিতাঃ আবুল বশর। নিশা মনি(১৮) পিতাঃ মোহাম্মদ লোকমান। তারা পাইন্দং ইউনিয়নের বাসিন্ধা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম শহর থেকে আসা তিন জন ট্রাফিক পুলিশ পাইন্দং পেলাগাজীর দিঘীর পাশে রাইস মিলে ধান বহনকারী একটি চাঁদের গাড়ীকে ধাওয়া করে। চাঁদের গাড়ির চালক ধাওয়া খেয়ে পালানোর সময় দুই স্কুল ছাত্রীকে ধাক্কা দেয়। এতে দুই ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তারা দুজনই পাইন্দং হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে। ঘটনার পরপর উত্তেজিত জনতা চাঁদের গাড়ীটি ও ধাওয়াকারী ট্রাফিক পুলিশের দুইটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তারা চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কে গাছের গুড়ি দিয়ে অবরোধ করে। মোটরসাইকেল নিয়ে দুই ট্রাপিক পুলিশ পালিয়ে গেলেএ একজন জনতার ধাওয়া খেয়ে গ্রামের ভিতর পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফটিকছড়ি থানা পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছিল বলে জানান ওসি রবিউল ইসলাম।
Discussion about this post