হালিশহরে মাসব্যাপী দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রামঃ হালিশহর “সুপার স্পোর্টিং ক্লাব” টানা তৃতীয়বারের মতো আয়োজন করে মাসব্যাপী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। ২৬ জানুয়ারি রাত ৯ টায় নগরীর হালিশহর বি ব্লক “শপলা মাঠে” জমকালো আয়োজনের মধ্য দিয়ে এসপি ফাইটার্স vs টিম বি-ব্লক এর খেলার মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াছ, উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী যুব লীগ সালেহ আহমেদ দীঘল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর ২৬ নং ১১, ২৫ ও ২৬ নং ওয়ার্ড হু রে আরা বিউটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড “গ” ইউনিট আওয়ামিলীগ সভাপতি জয়নাল আবেদীন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম রবিন, ২৬ নং ওয়ার্ড ছাএলীগ সভাপতি ফরহাদ উদ্দিন জিতু, একুশে হালিশহর সংগঠন এর সভাপতি নাজমুল হাকিম, সাবেক সভাপতি ডাঃ মাসুদ।

কাউন্সিল লায়ন ইলিয়াস বলেন তারুণ্যের প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই খেলাধুলা যেমন শরীরকে সুস্থ-সবল রাখে, তেমনি মনকেও প্রফুল্ল রাখে, প্রশস্ত করে।’ মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি বলেন লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না।

টুর্নামেন্ট এর আয়োজকদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ সামাদ উল্লাহ,, ফুয়াদ হাসান, তরিকুল ইসলাম, মোঃ সাকিব উল্লাহ,সাদমান জুবায়ের, রাসেদ,তারেক,তন্ময়, সাহেদ,তাওসিফ,হাসান, রিসালাত,মোঃ সাইদ, মোঃ আসিফ সহ আরো অনেকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn