ফটিকছড়িঃ ফটিকছড়ি লেলাং ইউনিয়ন আলহাজ্ব এজহারুল হক মেম্বার স্মৃতি সংসদের ২য় শর্টপিচ গোল্ডকাপ টুর্ণামেন্ট এর খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি দ্বীনব্যাপী অনুষ্ঠিত খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। সংসদের সাবেক কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌর যুবলীগের সভাপতি এম.ডি হাসান।
শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি জয়নাল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীয় খেলায় উদ্বোধক হিসেবে বিশিষ্ট পল্লী চিকিৎসক সুজন কুমার শীল, প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট সংগঠক জাবেদ হোসেন এরশাদ, আলোকিত অতিথি মাসুদ করিম, বিশেষ অতিথি ডেন্ডিস্ট সুজন দে, মোহাম্মদ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন লেলাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা সহকারী কমিশনার মোহাম্মদ জাফর আলম। ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ শওকত উল্লাহ, প্রধান আলোচক প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, বিশেষ আলোচক হাজী মাসুদ করিম, বিশেষ অতিথি কানাডা প্রবাসী মুসলিম উদ্দীন, বিশিষ্ট ব্যাংকার রুপন কুমার নমঃ, বিশিষ্ট রাজনীতিবিদ এস.এম শহীদুল আনোয়ার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলার সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে সকল সামাজিক অপরাধ থেকে দূরে সরে রাখতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। যুব সমাজের সুস্থ মানসিকতা গঠন ও নেতৃত্বের মতো সুন্দর গুণ অর্জনে এধরনের খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া লেলাং ইউনিয়নে গুণীজন হিসেবে মরহুম আলহাজ্ব এজহারুল হক মেম্বারের বিভিন্ন অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইমন ও সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দীন টুর্ণামেন্ট এর সফলতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Discussion about this post