ডেস্ক রিপোর্টঃ কেএম এজেন্সীর পৃষ্ঠপোষকতায় ও মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অনুশীলন মাঠে “সৈয়দ মঈনুদ্দিন হোসেন স্মৃতি দিবারাত্রি উন্মুক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৩” শুরু হয়েছে। টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে ১৬টি দল অংশগ্রহণ করেছে। এই উপলক্ষে ৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সিজেকেএস অনুশীলন মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেছেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান দিদারুল আলম দিদারের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সাবেক সভাপতি আলী আব্বাস। মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো শাহজাহান,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সচিব এসএম মামুন রশিদ, কেএম স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো সাইফুল্লাহ চৌধুরী, জাতীয় ফুটবল সাবেক অধিনায়ক মামনুর রশিদ মামুন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির কো চেয়ারম্যান মো আলমগীর, মহসিন সাজু,সালাউদ্দিন জাহেদ, আমির হোসেন মানিক, আবদুল আজিজ, সদস্য সাহেদ হোসেন হীরাসহ সংশ্লিষ্ট খেলোয়াড় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post