মুহাম্মদ সুমন ভূঁইয়া ,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক ফায়েজুল ইসলামের উদ্যোগে বিনামূল্যে এম. জহির উদ্দিন কম্পিউটার সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাংলাবাজার শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে এই কম্পিউটার সেন্টারের উদ্বোধন করেন খুলনা প্রকৌশল বিশ^বিদ্যালয়ের অবসর প্রাপ্ত অধ্যপক ইঞ্জিনিয়ার এম, জে, কে রফিকুল ইসলাম কামাল।
এ সময় শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য নাজমুল হোসাইন রবিন, পিপল এন্ড টেক এর চীপ অপারেটর অফিসার আবদুল হামিদ, বসন্তবাগ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সফিকুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন।
এই কম্পিউটার সেন্টারের মাধ্যমে এলাকা গরীব অসহায় ছেলে-মেয়েরা বিনামূল্যে কম্পিউটার শিখতে পারবে বলে জানান উদ্যোক্তরা। সেই সাথে প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেন।
Discussion about this post